fbpx

MOI কী এবং কেন?

MOI কী?

MOI অথবা এমওআই এর সম্পূর্ণ ইংরেজি অর্থ হল Medium of Instruction. এটা এক ধরণের Language Proficiency Certificate.
অর্থাৎ আপনি আপনার পূর্ববর্তী Course Instruction অথবা ডিগ্রিটি কোন ভাষার মাধ্যমে কপ্লিট করেছেন তার সনদপত্র হল MOI. সে ডিগ্রি হতে পারে স্নাতক (Bachelor’s) কিংবা স্নাতোকোত্তর (Master’s). বাংলাদেশের প্রেক্ষাপটে আরো একটু সহজভাবে বলা যায় যে, পূর্বের ডিগ্রিগুলো আপনি বাংলা নাকী ইংরেজি মাধ্যমে পড়াশোনা এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তার যে সনদপত্র সেটা হল MOI certificate অথবা Medium of Instruction certificate . যেমন আপিন যদি আপনার স্নাতক (Bachelor’s) এর পড়াশোনা বাংলা মাধ্যমে করে থাকেন তাহলে আপনার Medium of Instruction হবে বাংলা আবার যদি ইংরেজি (English) মাধ্যমে করে থাকেন তাহলে আপনার Medium of Instruction হবে ইংরেজি (English).

MOI certificate কেন প্রয়োজন?

MOI certificate সাধারণত কোন ডিগ্রি শেষ করার পর পরবর্তী উচ্চতর কোন ডিগ্রিতে আবেদনের সময় প্রয়োজন হয়। দেশের বাইরে পড়াশোনার জন্য এটা জরুরি। বর্তমান সময়ে Private Job সেক্টরেও MOI certificate চাওয়া হয়। কারণ যাদের MOI ইংরেজিতে থাকে তাদের দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়া এবং কর্মক্ষেত্রে উভয়ই প্রাধান্য পায়।

কোন কোন দেশ পড়াশোনার জন্য MOI certificate গ্রহণ করে?

USA, UK, FRANCE সহ বেশ কয়েকটি দেশে এখন MOI certificate এর মাধ্যমে সাধারণত Master’s Degree এর জন্য Apply করা যায়, এমনকি সেখানে অন্য কোন ধরণের Language Proficiency যেমন IELTS, GRE, GMAT, TOEFL, PTE, DTE এগুলোর প্রয়োজন নেই।
তাই সাধারণত এসব দেশের কিছু বিশ্ববিদ্যালয় শুধু MOI certificate দিয়ে Apply করতে দেয় যদি আপনার Bachelor’s Degree এর Medium of Instruction ইংরেজি (English) থাকে।



Leave a Reply